তোমাকে চাই
তোমাকে চাই ক্লান্তি যখন দিনের শেষে শরীর ছুঁতে চায়, মন বলে এখন সে তোমার ছোয়া চায়। সূর্যাস্তে গরম চা হাতে গঙ্গাতীরে যখন নিজেকে খুঁজতে যাই, সেই অন্বেষণও বলে ওঠে তখন এখানেও তার তোমাকে চাই। শেষের কবিতার শেষ পাতায় পৌঁছে সেখানেও তোমাকে খুঁজি, মন চাইছে তোমায় শুধু সেটা বোঝার আর নাই স্বপ্ন গুলো ঘুমের দেশে তোমায় খুঁজতে চায়, মন খারাপের গলিতে খুশি রূপে দুঃখ গুলো তোমার দেখা পায়। কাজের ফাঁকে মনের মাঝে হটাৎ করেই তোমার খবর পাই, তখন শুধু মন নয়, আমিও বলি, শুধু তোমাকেই চাই।